আরবি নাম মেয়েদের অর্থ সহ
মুসলিম ধর্মে অধিকাংশ ছেলে মেয়েদের নাম ইসলামিক আরবি নাম রাখা হয়। মুসলিম ধর্মের বিশ্বাস করা হয় একটি ধর্মীয় আরবি নাম একজন শিশুকে ধর্মীয় পথে অগ্রসর করবে। বর্তমান নিয়ে অধিকাংশ মুসলিমরাই তাদের সন্তানের জন্য সুন্দর একটি আরবি নাম রাখেন। আপনি যদি আপনার মেয়ের জন্য একটি আরবি নাম পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সুন্দর একটা আরবি নাম বেছে নিতে পারেন।
বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। বাংলাদেশের ৮০% বাসিন্দা মুসলিম। বাঙালি মেয়েদের মধ্যে বিশেষ করে মুসলিমদের মধ্যে আরবি নাম খুব জনপ্রিয়। সুন্দর একটি আরবি নাম একটি মেয়েকে মুসলিম হিসেবে পরিচিতি দান করে।
আপনি আপনার ব্যক্তিগত কারণে অথবা কৌতুহল বসত যেকোনো কারণে মেয়েদের আরবি নাম সম্পর্কে জানতে চাইলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন।
নবজাতকের জন্য সুন্দর একটি আরবি নাম নির্বাচন করলেই হবে না, আরবি নামের সুন্দর একটি কবিতার অর্থ থাকতে হবে। আপনি যদি মেয়েদের জন্য সুন্দর আরবি নামের তালিকা পেতে চান তাহলে আমরা আপনার সামনে তুলে ধরতে পারি মুসলিম ধর্মে প্রচলিত হাজার হাজার আরবি নামের তালিকা।
নামের অর্থ সম্পর্কে আলোচনা করার আগে প্রথমে দেখে নেওয়া যাক মেয়েদের জন্য কিছু আরবি নামের উদাহরণগুলো।
ইয়াসমিন, জেসমিন ,আয়েশা ,নুরনাহার ,
সালমা ,ফাতেমা, মিম, জিয়া, জিনাত,
হাসিনা ,তাসলিমা, আল, মাহি, হাবিবা,
তারানা ,তোহা ,তওবা ,তারিন ,আমিনা
লামিয়া ,সাদিয়া ,সুমাইয়া ,সুরাইয়া, সুমনা,
আলিয়া ,মনোয়ারা ,কারিশমা, কারিনা, কুদরাত,
জাহান,
আরোহী ,আরবি , হালিমা,জোহরা, তুবা, তামিমা ,
হানজালা,আরিফা, আলিবা, আশা, আকলিমা,
খাদিজা, বক্তিয়ার, মমতাজ, কোহিনুর ,রোকেয়া ,
জেরিন ,রাবেয়া, মরিয়ম, মেহেবুবা, মদিনা,
মেজবা ,মোনালিসা, মজিবার, জেস্রিইন, সাবরিন,
নাজনি ,দেলোয়ার, হালিমা,
রোজানা ,মাইশা ,আলফা, লিজা, জুলেখা,
মাহমুদা, শাবনুর ,সানজিদা, শাবানা, শাহনাজ ,
পারভীন ,সুলতানা ,শিরীন ,নাজলি ,শামীমা ,নাজনীন, রোকসানা ,ফাইমা ,বেহেস্তি ,দিলআফরোজা,
আফরোজা ,নার্গিস ,মমতাজ, তারামনি ,তালিবা,
জান্নাত ,
জেহেনা, জান্নাতুন ,তুহিন ,সানজিদা,
শাহানা ,রেহানা, রুবিনা,
আফিয়া ,আনজু ,আনোয়ারা, মনিরা ,মোহনা, আজমিরী ফাহিমা,
জেবা, আমিনা, ফারজানা, ইত্যাদি।
উপরের প্রদত্ত অনেকগুলো সুন্দর সুন্দর ইসলামী কন্যা সন্তানের নামের মধ্যে থেকে একটি সুন্দর ইসলামী নাম নির্বাচন করা আপনার জন্য সহজ হবে। আশা করি নাম গুলো আপনার পছন্দ হবে।
আমাদের ওয়েবসাইটে অনেক অনেক আরবি নামের মধ্যে থেকে নিশ্চয়ই একটি নাম আপনি বেছে নিতে পারবেন। আরবি নামের অর্থসহ জানতে চাইলে আমরা সেটাও জানাতে পারি। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ আরবি ভাষায় রচিত। ইসলাম ধর্মের প্রধান রাষ্ট্র সৌদি আরব। যেখানে মদিনায় মক্কা শরীফ অবস্থিত। ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলে সকলেরই চাহিদা থাকে যে জীবনে একবার হলেও মদিনা দর্শন করতে। ইসলাম ধর্মের প্রধান ভাষা হল আরবি ভাষা। তাই আমরা আমাদের নবজাতকের নাম আরবি ভাষায় রাখলে তাদের মধ্যে ধর্মীয় আচরণ প্রতিফলিত হবে।
মুসলিম ধর্মীয় আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে জানাতে হবে সবাইকে। মুসলিম ধর্মের অধিকাংশ মানুষ রায় আরবি ভাষা লিখতে এবং পড়তে জানে। অনেকে আছে যারা আরবি ভাষা সম্পর্কে জানেনা। আমাদের সকলেরই অধিকার রয়েছে নিজ নিজ ধর্মের নৈতিক শিক্ষায় বেড়ে ওঠা। ধর্মের পথে পরিচালিত হওয়া। ধর্মীয় আত্মবিশ্বাস দ্বারা আত্মাকে প্রভাবিত করা। এজন্য ধর্মীয় ভাবকে জাগিয়ে রাখতে ধর্মীয় নাম খুবই গুরুত্বপূর্ণ। কারণ নাম দিয়েই নির্বাচন করা যায় যে সেই ব্যক্তি কোন ধর্মের মানুষ।
আমরা আমাদের নিজ নিজ ধর্মকে সম্মান করি। বর্তমানে অনেক সুন্দর আধুনিক আরবি নাম গুলো ইসলামী মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। যেমন জান্নাত নামটা একটি আরবি না। জান্নাত অর্থ পরম সুন্দর স্বর্গ। এই নাম কি যদি কন্যার সন্তানের রাখা হয় তাহলে নিঃসন্দেহে একটি আধুনিক নাম হিসেবে বিবেচিত হবে। আধুনিক নামের পাশাপাশি আরবি এবং ধর্মীয় দিককে চিহ্নিত করতে এই নামের কোন তুলনা নেই। এরকম অনেক সুন্দর সুন্দর আধুনিক আরবি নাম রয়েছে।
আমাদের এই আর্টিকেলটিতে উল্লেখিত আরবি নাম গুলোর মধ্যে নিশ্চয় আপনি একটি বেছে নিতে সক্ষম হবেন। আপনার আশেপাশের কেউ যদি তাদের কন্যাদের জন্য আরবি নামের সন্ধান করে তাহলে আমাদের আর্টিকেলটি শেয়ার করে আপনার বন্ধুকে সাহায্য করতে পারবেন। ধন্যবাদ।