দুই অক্ষরের হিন্দু মেয়ে শিশুর নাম অর্থসহ
দুই অক্ষরের নাম বর্তমানে খুব পপুলার। তাই আপনি আপনার নবজাতক কন্যা শিশুর জন্য দুই অক্ষরের নাম রাখতে পারেন। আপনি যদি আপনার মেয়ে শিশুর জন্য দুই অক্ষরের নাম খুঁজে থাকেন তাহলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে উপকৃত হবেন। আপনি কি হিন্দু। তাহলে হিন্দুদের জন্য মেয়ে শিশুর কিছু নামের উদাহরণ।
হিন্দু শিশুদের জন্য দুই অক্ষরের নাম । হিন্দু মেয়ে শিশুর জন্য দুই অক্ষরের নাম এর উদাহরণ:-
কেয়া,
রাণী, দেবী, রুপা, দুর্গা ,সত্যি, দেবী, বলি,
তুলি ,বলা ,কথা রূপ ,স্বর্ণ ,দীপা, রিয়া,
মায়া ,সাথী, আলো ,আশা ,অনু ,বন্নী, বালা ,
বৃষ্টি ,তৃপ্তি, বৃদ্ধি, বৃষ্টি ,প্রিয়া ,বৃন্তী ,জবা ,পালি ,পপি,প্রিয়া ,টপি ,
গৌরি, সুমি নিষী, নিধি ,শিলা ,শিপ্রা, তিশা , তমা ,শঙ্খ ,কৃষ্ণা ,বিদ্যা ,মিষ্টি, সতী ,হেনাড়
মিতু ,প্রীতি ,লতা, রত্না, রিপা, তন্বী ,রিক্তা, ঋতু, নদী ,সিঁথি ,জয়া ,জ্যোতি ,পুষ্প, দোলা, নিশি, রাত্রি,
রুহি, পিহু ,পিকু ,মতি, হীরা, শুভ্রা ,লক্ষ্মী ,পত্র ,জলি ,ডলি ,নিপা, ,নিরু ,নীলা ,
রিমু ,মনি, মিলা ,,শোনা ,,ঐশী ,যুথি ,জুলি, জুহি ,
কৃতি, সানা, অলি, কলি, পাখি ,পিলূ ,গুঞ্জা, রঞ্জা খুশি ,হাসি ,লাখি ,আঁখি ,লিপি, শিল্পা, বেলি ,মালা ,শৈল ,জুলি, নেহা ,খড়ী, বোম ছাড়া ইত্যাদি।
দুই অক্ষরের হিন্দু মেয়েদের হাজার হাজার নাম রয়েছে। আমরা হিন্দু ধর্মের মেয়েদের জন্য দুই অক্ষরের অনেক নামের কালেকশন রেখেছে। আশা করি আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে একটি নাম বেছে নিতে সক্ষম হবেন। বর্তমানে আধুনিক জগতে অধিকাংশ মেয়েদের নাম দুই অক্ষরের হয়ে থাকে তাই দুই অক্ষরের একটি সুন্দর নাম আপনিও আপনার কন্যা সন্তানকে উপহার দিতে পারেন।
আমি একজন মেয়ে আমার বান্ধবীদের মধ্যে অধিকাংশ মেয়ের নাম দুই অক্ষরের। দুই অক্ষরের নাম শুনতে ভালো লাগে। দুই অক্ষরের নাম উচ্চারণের জন্য সুবিধা। নাম সবার মনে থাকে। হিন্দু ধর্মে আমরা হিন্দুদের ধর্মগ্রন্থ অনুসারে সন্তান-সন্ততির নামকরণ করে থাকি। কিন্তু বর্তমানে আমরা সুন্দর নাম দিয়ে প্রাধান্য দিয়ে থাকি। সুন্দর সুন্দর দুই অক্ষরের নাম নির্বাচন করে আপনার কন্যা সন্তানকে একটি সুন্দর নামের অধিকারী হিসেবে গড়ে তুলুন।
হিন্দু মেয়ে শিশুদের জন্য দুই অক্ষরের কিছু ধার্মিক নাম গুলো হল অনেক দেব-দেবীর নাম। হিন্দুদের অনেক দেবীর নাম দুই অক্ষরের তাই আপনি হিন্দু ধর্ম অনুসারে ও আপনার মেয়ের জন্য একটি দুই অক্ষরের নাম পছন্দ করতে পারেন।
যেমন:- দুর্গা । দুর্গা আমাদের শক্তির দেবী। হিন্দুদের একটি বড় উৎসব দুর্গাপূজা। তাই হিন্দু মেয়েদের দুই অক্ষরের একটি সুন্দর নাম দুর্গা।
গৌরী। দেবী দুর্গার আরেক নাম গৌরী। গৌরী অর্থ সুন্দর। শ্বেত বর্ণের অধিকারী। গৌরী নামের অর্থ হল দেবি দুর্গার মত অপরূপ সুন্দর। গৌরী একটি সুন্দর হিন্দু মেয়ে শিশুর নাম।
শুভ্রা। তোমরা শব্দের অর্থ সাদা। শব্দের অর্থ শান্ত। দেবী সরস্বতী কে শুভ্রা সঙ্গে তুলনা করা হয়। সরস্বতী দেবীর আরেক নাম শুভ্রা। শুভ্রা দুই অক্ষরের একটি আধুনিক সুন্দর ধার্মিক নাম।
কৃষ্ণা। শ্রীকৃষ্ণের নাম অনুসারে কৃষ্ণা নাম একটি দুই অক্ষরের সুন্দর নাম। হিন্দু মেয়েদের অধিকাংশ মেয়ের নাম কৃষ্ণ হয়ে থাকে।
সীতা। ভগবান শ্রী রামকৃষ্ণের স্ত্রী সীতা দেবী। ভগবান রামের অর্ধাঙ্গিনী নাম সীতা। সীতা দেবী মিথ্যা প্রবাদে বনবাসে গিয়েছিল। তিনি লব -কুশ নামক দুই বীর পুত্রের মাতা। তিনি তার জীবনের অনেকটা সময় বনবাসে কাটিয়েছেন। শেষ পর্যন্ত তিনি অগ্নিপরীক্ষা দিয়েছেন এবং মাটির গর্ভে স্থান নিয়েছেন। সীতা দেবী একজন সংগ্রামী নারী ছিলেন। আমি সতী ছিলেন। তাই হিন্দু ধর্ম অনুসারে সীতা নাম অতি সুন্দর একটি অর্থবহ নাম। হিন্দু মেয়েদের দুই অক্ষরের নামের মধ্যে সীতা নাম একটি অতি শ্রেষ্ঠ নাম।
সতী। সতী অর্থ যে নারী পবিত্র এবং সর্বশক্তিমান। যে নারী পবিত্রতা দিয়ে তার স্বামীকে ভগবান পূর্ণরূপে পূজা করেন তাকে সতী বলা হয়। হিন্দু ধর্ম অনুসারে সতী নাম পবিত্র এর প্রতীক।
জয়া। জয় একটি সুন্দর নাম। অর্থ জয়ের প্রতি প্রতীক। হিন্দু শাস্ত্র অনুসারে মঙ্গল কামনা এবং জয়যুক্ত হওয়ার পেছনে কোন নারীর অবদান থাকলে সে নারীকে জয়া বলা হয়।
উপরে হিন্দু মেয়ে শিশুদের দুই অক্ষরের নামের অর্থসহ ব্যাখ্যা দেওয়া রয়েছে।