হিন্দু মেয়েদের আধুনিক নাম অর্থসহ 

মেয়েদের আধুনিক নাম হিন্দু অর্থসহ

হিন্দু মেয়েদের জন্য আধুনিক নাম এর যদি সন্ধান করে থাকেন। তাহলে আমরা আপনাকে হাজার হাজার আধুনিক হিন্দু মেয়েদের নাম সম্পর্কে জ্ঞাত করতে পারি। চলুন জানা যাক আধুনিক হিন্দু সমাজের মেয়েদের নাম। এগুলো আধুনিক নামের মধ্যে থেকে আপনি আপনার আশেপাশের বাচ্চাদের জন্য এবং আপনার আত্মীয় স্বজনদের নবজাতক কন্যা সন্তানের জন্য এবং আপনার নিজের কন্যার জন্য একটি আধুনিক নাম পেতে পারেন। চলুন আপনার সঙ্গে এবার আমরা আধুনিক হিন্দু মেয়েদের নাম গুলো তুলে ধরি। আধুনিক হিন্দু মেয়েদের নাম গুলোর উদাহরণ:-

প্রীতি ,কিয়ার ,সোনাম ,কারিনা ,কারিশমা
,কেয়া, রিয়া, মায়া, সাথী, আলো ,আশা, সাথী ,
পিয়াংকা, টফি পুষ্প, জ্যোতি, জয়া, বন্নী, রূপ, বৃন্তে ,নুপুর ,তৃপ্তি ,শ্রাবন্তী, বর্ষার, ইমু, দোলা, নিশি, স্বর্ণা ,অন্তরা, লিপি,বনী, মায়া, কেয়া ,সুপ্রীতি,
দীপান্বিতা, ঐশী ,লক্ষ্মী, দুর্গা, গৌরী, মিথুন, সুমি,
সুস্মিতা, নন্দিতা ,নিঝুম ,নিধী, প্রত্যাশা, প্রিয়ন্তীর ,
প্রিয়া ,পপি, পলি, সজনী ,কাঞ্চন ,রমা, ছবি ,নিপা,
অর্চনা‌ ,
বিথী, ঋতু ,পলা ,পাখি ,রুপার, সোনা, কথা, মিষ্টি, নিশি, অপরূপা,
রুপালি ,শেফালী ,শিখা, দিপালী, মলিনা ,পরনা,
ঋতুপর্ণা, কঙ্গনা, বিপাশা, দ্রুতি, জবা, কমলা, কাবেরী ,শিল্পা ,গীতা, সীতা ,রাত্রি ,পৃথা,
অবন্তি ,ধরণী ,বন্দনা, চন্দনা, প্রেমা, নন্দন, মেঘা,
বিলাসী, শিপ্র , তানিশা, তুলসী, তমা ,তরুণী ,শিবানী ,
সুবাসি, ছিলা ,সুজতা ,কৃষ্ণা ,শ্যামা ,বৈষ্ণবী, ইশা,
ঈশিতা, মেহিকা, রুহানিকা ,অনুষ্কা ,তালাক ,আমরাতা ,আম্রপালি, শুভেচ্ছা, সনিয়া, সারা, নাতাশা, ঈশিতা, কাদম্বিনী, মোহর,
আলতা, অনুশ্রী, তনুশ্রী ,সন্ধ্যা ,চাম্পা ,শিখা ,বুলবুলি,, মাধবী ,শ্যামলী,
মুক্তা, মনি ,মল্লিকা, পারুল ,মাধবী ,কাহানা, নিলাম, অনু, তৃপ্তি, নোবিতা, নমিতা, অর্পিতা, পাপিয়া, প্রাপ্তি ,মমি
,মল্লিকা, সপ্না, অপর্ণা, অনুজা, রিয়া ইত্যাদি।

এখানে আমরা হিন্দু মেয়েদের নাম আপনাদের সামনে তুলে ধরেছি। এই নামগুলো সব কয়টি আধুনিক নাম। বর্তমানে স্কুল কলেজ এবং কর্মক্ষেত্রেও একটি সুন্দর নাম গভীরভাবে প্রভাব ফেলে। আমাদের এই মডার্ন ওয়ার্ল্ডে একটি মর্ডান নাম আমরা সকলে আশা করি। আমরা অনেক সময় বাচ্চার কি নাম রাখা হবে এটা নিয়ে কনফিউম হয়ে পড়ি। অনেক নামের ভিড়ে, অনেক সময় একটি নাম বেছে নেওয়া কষ্টকর হয়ে পড়ে। তাই আপনি আপনার নবজাতকের জন্য আপনার নামের প্রথম অক্ষর দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে একটি আধুনিক নাম নির্বাচন করতে পারেন।

আপনি যদি আপনার কন্যা সন্তানের জন্য একটি আধুনিক নাম এর সন্ধান করেন তাহলে আপনি আমাদের ওয়েব পেজে এসে উপকৃত হবেন। আমরা আমাদের ওয়েব পেজে হিন্দু মেয়েদের নামগুলো আধুনিক জগত থেকে সংগ্রহ করে রেখেছি। এবং এক একটা নাম অর্থসহ একটি সুন্দর নাম ‌। হিন্দু দের জন্য আমাদের গ্রুপের একটি আধুনিক নাম তার কন্যা সন্তানকে উপহার দিতে পারেন।

এখন আমরা আপনাদের সামনে উদাহরণসহ নামের অর্থ গুলো তুলে ধরব ‌। আধুনিক নাম হলে একটি নাম অর্থসহ বয়ে আনবে ধার্মিক চিন্তাধারা। হিন্দু কন্যা সন্তানের জন্য একটি আধুনিক এবং হিন্দু ধার্মিক নাম যদি আপনারা চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের হিন্দু মেয়েদের আধুনিক নাম গুলো থেকে একটি নাম নিতে পারেন।

আধুনিক নাম গুলো ধার্মিক অর্থ দেখানো হলো। কাদম্বিনী -ইতিহাসের একটি মহীয়সী নারীর নাম কাদম্বিনী। তিনি প্রথম নারী ছিলেন যিনি শত প্রতিবন্ধীকতার মধ্যে দিয়ে লেখাপড়া করেছিলেন। কাদম্বিনী ছিলেন হিন্দু ধর্মের প্রথম মহিলা ডাক্তার। তাই আপনি আপনার মেয়ের নাম “কাদম্বিনী” রাখতে পারেন। এতে আপনার মেয়ে একটি আধুনিক নামের সাথে সাথে একটি সুন্দর অর্থবহ নাম পাবে।

শুভ্রা-অর্থ শান্ত, সাদা। আমাদের বিদ্যার দেবী সরস্বতীকে শুভ্রা বলা হয়। এটি একটি আধুনিক ধর্মীয় নাম।
নন্দিনী-নন্দিনী অর্থ বিশেষ কন্যা। নন্দিনী অর্থ রূপে লক্ষ্মী গুনে সরস্বতী। এটি একটি আধুনিক নামের পাশাপাশি সুন্দর অর্থের অধিকারী নাম।
কুমারী-হিন্দু মেয়েদের কুমারী বলা হয়। বাড়ি অর্থ যৌবন স্পর্শ করা কন্যা। কুমারী বলতে আমরা সুন্দর মেয়েকে বোঝাই। দেবী দুর্গার আরেক নাম কুমারী।

তৃপ্তি-অর্থ শান্তি। তৃপ্তি অর্থ প্রশান্তি। ক্ষুধার্ত এবং পিপাসার্ধ জীবকে সেবা করিয়ে তাকে তৃপ্তি দান করা যায়। তৃপ্তির সুন্দর আধুনিক ধর্মীয় নাম।
ঐশ্বর্য-ঐশ্বর্য অর্থ অধিপত্য। অর্থ সফলতা। ঐশ্বর্য শব্দটি একটি সাংস্কৃতিক শব্দ। এটি একটি সুন্দর আধুনিক নাম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *