ছেলে মেয়েদের ইসলামিক নাম
আমরা আমাদের নবজাতক শিশুর জন্য সুন্দর একটি ইসলামী নাম চেয়ে থাকি। ইসলামী নামগুলো কোথায় থেকে আসে। ইসলামী নামগুলো হল কোরআন শরীফ থেকে বেছে নেওয়া সুন্দর অর্থবহ একটি শব্দ। যেটা শুনলেই আমাদের মন ভরে ওঠে। কোরআন শরীফের নাম শোনাটাও ভাগ্যের ব্যাপার। কোরআন শরীফ থেকে বাছাইকৃত নাম আল্লাহকে স্মরণ করতে সাহায্য করে। কোন বাচ্চার নাম যদি কোরআন শরীফ থেকে নির্বাচন করা হয় তাহলে সেই বাচ্চা বড় হয়ে নিশ্চয়ই আল্লাহর গুণগান গাইবে। আল্লাহর পথে চলবে।
একজন মুসলমান হিসেবে আমাদের সর্বশ্রেষ্ঠ কর্তব্য হলো আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর বাণী মেনে চলা। তাই আল্লাহর সবচেয়ে প্রিয় গ্রন্থ কোরআন শরীফ থেকে যদি সুন্দর একটি নাম আমরা পেয়ে থাকি তাহলে আমরা নিজেকে সবসময় ভাগ্যবান মনে করব। কোরআন শরীফের নাম পেয়ে আমরা গর্ববোধ করব। মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করব। আমাদের পরিবারের বৈশিষ্ট্য ব্যক্তিগণ যারা নিয়মিত কোরআন শরীফ পড়েন। তারা কোরআন শরীফ পড়ে অনেক জ্ঞান অর্জন করেন এবং অনেক সুন্দর সুন্দর অর্থসহ শব্দ সম্পর্কে ধারণা দেন। পরিবারে নতুন সদস্যের আগমন ঘটলে আমরা সবাই নাম নির্বাচনের অনুষ্ঠানের জন্য ব্যস্ত হয়ে পড়ি। শিশু জন্মের পর প্রথম ধাপ হলো একটি সুন্দর নাম নির্বাচন করা। মুসলিম ধর্মের ৯০% কন্যা সন্তান এবং পুত্র সন্তান সকলের নামে ধর্মীয় নাম হয়ে থাকে। মুসলিমদের নাম দিয়ে তাদের অন্য ধর্ম থেকে পৃথক করা যায়।
আপনি কি আপনার unborn baby এর জন্য ইসলামিক ছেলে এবং মেয়ে উভয় সন্তানের জন্য নাম এর সন্ধান করছেন? তাহলে আপনি আমাদের আর্টিকেলটিতে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ইসলামিক নাম ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয়ের জন্যই। মেয়ে সন্তানের জন্য কিছু ইসলামিক নামের উদাহরণ দেখে নিন।
সুমাইয়া ,তুবা ,তালহা আমিনা ,তানিয়া,
বেহেশতি, জিনাত ,জান্নাত ,আকলিমা ,
শরিফা ,হাসিনা, খালেদা ,রোহানা ,জুলেখা,
জান্নাতুল, রুহানি, নূরানী ,আলফা ,আরিফা, ইত্যাদি।
এবার কিছু ইসলামিক ছেলে সন্তানের নামের উদাহরণ উল্লেখ করা যাক।
শামীম ,তামিম ,রাব্বি ,হাসিবুল ,শিহাবুল ,
শরীফ ,আজিজ ,আলিম, আনোয়ার ,
জহুরুল ,ইসমাইল ,শাকিলার, হালিম ,হোসেন ,
রুহানি, ইব্রাহিম ,তাইমুর ,জাহাঙ্গীর ,নূর ,
ফরাদ ,ফরিদ ,রিয়াজ, তালেব, আলিফ ,হানজালা,
মেজবাহ ,মোবারক ,রশিদ ,আসিদুল, সালাম ,
বরকত ,রফিক ,জব্বার ,মুজিবর, কালাম, জামাল ,ইত্যাদি।
উপরের নাম গুলোর মধ্যে থেকে সুন্দর একটি ইসলামিক নাম আপনার পছন্দ হবে বলে আশা করা যায়। ইসলামিক ছেলে মেয়েদের নাম অনেক সুন্দর। এগুলোর বাংলা অর্থ রয়েছে। কোরআন শরীফ থেকে নেওয়া মুসলিম নামগুলো অর্থসহ জেনে নিতে পারবেন আমাদের এই আর্টিকেলটিতে। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ থেকে হিন্দুদের নাম রাখা হয়। এমনি মুসলিম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে সুন্দর সুন্দর অর্থ সম্পূর্ণ শব্দ নিয়ে নাম বেছে নেওয়া হয় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে।
ইসলাম ধর্মে কন্যা সন্তান এবং পুত্র সন্তান ও ভয়ের নামে অন্য ধর্ম থেকে আলাদা। বর্তমানে ইসলামী নাম বাংলাদেশে বেশ জনপ্রিয় অর্জন করেছে। একজন মুসলমান হিসেবে আমরা কোরআন শরীফ দেখে একটি সুন্দর ইসলামী নাম সন্তানের জন্য বেছে নেব। কিন্তু কোরআন শরীফ দেখে অনেক সময় নাম নির্বাচন করা একটু সময় বহুল হয়ে পড়ে। আধুনিক বিশ্বে কোরআন শরীফ দেখে ইসলামী নাম বেছে নিতে হয় না। সহজ মাধ্যমেই অল্প সময়ের মধ্যেই কন্যা এবং পুত্র সন্তানের জন্য সকল ধরনের ইসলামিক নাম পেয়ে যেতে পারেন আপনি google অ্যাপে।
আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ইচ্ছামত সন্ধান করে নিন সকল প্রকারের ইসলামিক নাম। কোরআন শরীফে ফাতেমা এবং নবীদের কাহিনী উল্লেখ। ফেরেশতাদের কৃতকর্মের গুনগান করা হয়েছে। ইসলাম ধর্মের প্রধান ভাষা আরবি ভাষা। আরবি ভাষার রচিত কোরআন শরীফ বাংলায় অনুবাদ করা আছে। যাতে করে যে কোন ভাষার মুসলমানরা খুব সহজেই কোরআন শরীফ পাঠ করে জ্ঞান অর্জন করতে পারেন। কুরআন শরীফের রচিত বিভিন্ন মহাপুরুষ দের নাম অনুসরণ করেও সুন্দর একটি নাম নিজের সন্তানের জন্য বেছে নেওয়া যায়। পবিত্র একটি নাম হিসেবে কোরআন শরীফ থেকে নেওয়া ইসলাম ধর্মীয় নামে সবচেয়ে শ্রেষ্ঠ। আশা করি আমরা আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করতে সক্ষম হয়েছি।