কলকাতার নায়িকাদের নামের তালিকা ও ছবি
কলকাতার ছবিতে যেসব জনপ্রিয় নায়িকারা অভিনয় করে থাকেন তাদের নাম ও ক্যারিয়ারের অজানা তথ্যগুলো আজ আপনাদের কাছে তুলে ধরবো। কলকাতার জনপ্রিয় নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করা হবে। আপনারা যারা নিয়মিত কলকাতার সিনেমা দেখে থাকেন তাদের জন্য এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ। এই পোস্টের মাধ্যমে আপনারা নিজেদের প্রিয় নায়িকাদের সম্বন্ধে নতুন কিছু তথ্য জেনে নিতে পারবেন যেগুলো আপনারা আগে জানার চেষ্টা করেও জানতে পারেননি।
কলকাতার নায়িকাদের নাম ও ছবি
এই আর্টিকেলে আমরা কলকাতার পুরাতন নায়িকাদের পাশাপাশি নতুন নায়িকাদের নাম ও ছবি নিয়েও কথা বলব। নতুন যেসব সিনেমাগুলো সমালোচকদের নজর কেড়েছে সেসব সিনেমায় যারা যারা অভিনয় করেছেন সেই সব নারী অভিনেত্রীদের পরিচিত করা হবে আপনাদের সাথে।। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
কোয়েল
প্রথমেই আমরা যে মানুষটিকে নিয়ে কথা বলবো সে হচ্ছে কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের নাম শোনেননি এমন বাংলা সিনেমা প্রেমী হয়তোবা নেই। ৯০ এর দশকের দিকে একের পর এক বাংলা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। সেই শক্তিশালী অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে হচ্ছেন কোয়েল মল্লিক। খুব ছোটবেলা থেকেই অভিনয় ও নাচে খুব পারদর্শী ছিলেন কোয়েল মল্লিক। খুব অল্প বয়সেই তিনি সিনেমায় আসার সুযোগ পান। তার সৌন্দর্য ও অভিনয়ে মুগ্ধ হয়ে যায় টলিউডের দর্শকরা। প্রথমদিকে নায়ক জিৎ এর সাথে জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক।
জিতের সাথে করা প্রতিটি ছবি দারুন সারা ফেলে দিয়েছিল দুই বাংলাতে। জিৎ ছাড়াও নায়ক দেবের সাথে অসংখ্য ছবি করেছেন কোয়েল মল্লিক।। এক সময় টলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক ব্যবসার সফল ছবি উপহার দিয়েছেন দেব – কোয়েল জুটি। দেব কোয়েল জুটির কথা মনে পড়লেই বেশ কয়েকটি ছবি আপনাদের মাথায় চলে আসবে। বলোনা তুমি আমার, প্রেমের কাহিনী, মন মানে না, পাগলু, পাগলু টু, হিরোগিরির মত জনপ্রিয় সব ছবিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। জিতের সাথে করা কোয়েল মল্লিকের ছবিগুলো হলো শুভদৃষ্টি, সাত পাকে বাঁধা, ১০০% লাভ, দুই পৃথিবী।
কলকাতার অভিনেতাদের তালিকা
দুই পৃথিবী ছবিতে একসাথে কাজ করেছেন জিৎ দেব ও কোয়েল মল্লিক। দুই পৃথিবী ছবিতে জিৎের বিপরীতে অভিনয় করেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের নাম শুনলেই বেশ কিছু গান আমাদের মনের মধ্যে বাঁজতে থাকে। প্রেমের কাহিনী, মন মানে না, বলোনা তুমি আমার, পাগলু থোরাসা কারলে রোমান্স, প্রেম কি বুঝিনি হল দেব ও কোয়েল জুটির জনপ্রিয় গান। কোয়েল মল্লিক এমন একজন অভিনেত্রী যিনি কখনো এমন কোন সম্পর্কে জড়াননি যা নিয়ে সমালোচনা হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি প্রযোজক ও পরিচালক নিষপাল সিং কে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।
কোয়েল ও নিষ্পাল সিং এর ঘরে একটি পুত্র রয়েছে। দুই বাংলায় কোয়েল মল্লিকের অসংখ্য ভক্ত রয়েছে। এখনো দাপটের সাথে বাংলা ছবিতে কাজ করে যাচ্ছেন কোয়েল মল্লিক। তার ভক্তরা নিশ্চয়ই চাইবেন শেষ পর্যন্ত তিনি এভাবেই আরো ভালো ভালো ছবি উপহার দিয়ে যান। দেব ও জিৎ ছাড়াও টলিউডের আরো অনেক নায়কের সাথে জুটি বেঁধে কাজ করেছেন কোয়েল মল্লিক। হিরণ, সোহম, পরমব্রতর মতো অভিনেতাদের সাথেও জুটি বেঁধে কাজ করেছেন কোয়েল।
শ্রাবন্তী
ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় সমালোচনায় থাকা অভিনেত্রী হলেন শ্রাবন্তী। খুব অল্প বয়সে স্বামী রাজিবের হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন শ্রাবন্তী। সেই থেকে তার অভিনয় দক্ষতা দিয়ে দারুন সব ছবি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। শ্রাবন্তী তার ক্যারিয়ারে টলিউডের প্রতিটি শক্তিমান অভিনেতার সাথে অভিনয় করেছেন। দেব, জিৎ, হিরন, সোহম,অঙ্কুশ ছাড়াও বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে ও জুটবেঁধে কাজ করেছেন শ্রাবন্তী।
বর্তমানে ভারতের সব ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করা শক্তিমান অভিনেতা যীশু সেনগুপ্তের সাথেও জুটি বেঁধে কাজ করা হয়েছে শ্রাবন্তীর। দেব ও শ্রাবন্তির জনপ্রিয় একটি ছবি হলো সেদিন দেখা হয়েছিল। এছাড়াও জিতের সাথে দিওয়ানা, জোশ, ওয়ান্টেডর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। শ্রাবন্তী বেশ কয়েকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি সিঙ্গেল জীবনযাপন করছেন।
শুভশ্রী গাঙ্গুলী
চ্যালেঞ্জ, পরান যায় জ্বলিয়া রে, অভিমান, পরিনিতার মত দারুন সব ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। নিজের যোগ্যতা দিয়ে একের পর এক ব্যবসাসফল ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। এখনো তিনি দুই বাংলাতে বেশ জনপ্রিয়। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে ও করেছেন অভিনয়। শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলী জুটি বেঁধে নবাব ছবিতে অভিনয় করেন। পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। তাদের সংসারে একটি পুত্র রয়েছে। শুভশ্রী গাঙ্গুলীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরবর্তী ছবি দেখার জন্য।
নুসরত
সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা অভিনেত্রী নুসরাত জাহান ক্যারিয়ারের শুরুর দিকেই সুপারস্টার জিতের মতো অভিনেতার সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। জিৎ ও নুসরাত জাহান জুটি বেঁধে একাধিক ছবি করেছেন। যেত নুসরাত জাহানের জনপ্রিয় ছবি হচ্ছে পাওয়ার। পাওয়ার ছবিতে জিৎ নুসরাত ছাড়াও সায়ন্তিকা অভিনয় করেছিলেন। নুসরাত জাহান তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ছবি করেছেন অংকুশের সাথে জুটি বেঁধে। দেব ও নুসরাত জাহান একসাথে অভিনয় করেন লাভ এক্সপ্রেস ছবিতে।
কৌশানী
পারবো না আমি ছাড়তে তোকে এই গানটি নিশ্চয়ই আপনারা শুনেছেন। এই গানটি পারবো না আমি ছড়তে তোকে মুভির টাইটেল ট্র্যাক। পারবো না আমি ছাড়তে তোকে ছবিতে বনি ও কৌশানি জুটি বেঁধে অভিনয় করেছিলেন। সে সময় ছবিটি দারুন জনপ্রিয় হয়েছিল। এরপর কৌশানি মুখার্জিকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন পর্যন্ত কাজ করে চলেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের যোগ্যতা দিয়ে। ব্যক্তিগত জীবনে কৌশানি অভিনেতা বনির সাথে রিলেশনশিপে রয়েছেন।
মধুমিতা
বোঝেনা সে বোঝেনা সিরিয়ালটি দেখেননি এমন মানুষ খুব কমই রয়েছে আর না দেখলেও এই সিরিয়ালের গল্প নিশ্চয়ই সকলেই শুনেছেন। অরণ্য ও পাখি চরিত্রগুলো এখনো দর্শকদের মনে গেঁথে রয়েছে। বোঝেনা সে বোঝেনা নাটকের পাখি চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা সরকার। এই নাটকের মাধ্যমেই হাজার হাজার দর্শকের মন জিতে নেন তিনি। গত কয়েক বছরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন মধুমিতা সরকার। তার অভিনীত দারূন একটি সিনেমা হলো চিনি।
ঋতুপর্ণা
ঋতুপর্ণা সেনগুপ্তকে না চিনে উপায় নাই। প্রায় কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন তিনি। ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটি এখনো দর্শকদের মনে অনেক জায়গা নিয়ে আছে। প্রসেনজিৎ ছাড়াও ঋতুপর্ণা কাজ করেছেন অভিষেক, চিরঞ্জিতদের মতো কিংবদন্তি অভিনেতার সাথে। ঋতুপর্ণা এখনো টলিউড ইন্ডাস্ট্রিতে সক্রিয়ভাবে কাজ করছেন। ঋতুপর্ণা ও প্রসেনজিতের শেষ জনপ্রিয় একটি ছবি হলো প্রাক্তন।
বর্তমান সময়ে সিনেমার থেকে বেশি জনপ্রিয় হচ্ছে ওয়েব ফিল্ম। হাজারো ব্যস্ততার মাঝে দর্শকরা এখন সিনেমা হলে গিয়ে ছবি দেখতে চাইছেন না। যখন ইচ্ছে হচ্ছে ঘরে বসেই ওয়েব ফিল্ম দেখা শুরু করছেন। তাই নির্মাতারাও এখন বড় বাজেটের ছবি তৈরি না করে ওয়েব ফিল্ম তৈরি করার চেষ্টা করছেন। ইন্ডাস্ট্রিতে নতুন আসা নায়িকারাও কাজ করে চলেছেন ওয়েব ফিল্মে। এমন অসংখ্য নায়িকা রয়েছে যারা নিয়মিত ওয়েব ফিল্মে কাজ করছেন। আমাদের আজকের আর্টিকেলে আমরা কমার্শিয়াল ছবিতে অভিনয় করা নায়িকাদের তালিকা আপনাদের জন্য তুলে ধরলাম।
তাদের ব্যক্তিগত জীবন নিয়েও আমরা বিস্তর আলোচনা করার চেষ্টা করেছি। এর পরের কোন আর্টিকেলে আমরা কলকাতার ওয়েব ফিল্মের অভিনেত্রীদের নিয়ে আলোচনা করব এর পাশাপাশি বাংলা সিরিয়ালের নায়িকাদের তালিকাও তুলে ধরা হবে। আশা করি প্রতিটি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের কোন কিছু জানার আগ্রহ থাকলে তা জানতে পারবেন। আমাদের পরবর্তী আর্টিকেল পড়ার জন্য চোখ রাখুন এই ওয়েবসাইটে।