অদ্ভুত নামের তালিকা
প্রিয় বন্ধুরা, আজ বেশ কিছু অদ্ভুত নাম নিয়ে আপনাদের সাথে আড্ডা দেবো। আড্ডা দেবো বলছি এই কারণে যে অদ্ভুত এই নামগুলো শুনে আপনারা নিজেদের হাসি থামিয়ে রাখতে পারবেন না। এই নামগুলো এতটাই অদ্ভুত যে একজন মানুষ স্বাভাবিক অবস্থায় কখনোই ভাবতে পারবে না। এই নামগুলো কারা তৈরি করে এবং ব্যবহার করে তাদের হয়তো আমরা চিনিনা কিংবা চিনতেও পারি না কিন্তু তাদের তৈরি করাই নামগুলো ভাইরাল হয়ে যায় দেশজুড়ে। এই নামগুলো শোনার পর আমরা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে চাই কারণ নামগুলো হাস্যকর হলেও এগুলো তৈরি করতে বেশ সৃজনশীলতার পরিচয় দিতে হয়।
সৃষ্টিশীল মানুষ না হলে এ ধরনের নাম তৈরি করা যায় না। চলুন আজ দেখে আসি কোন কোন অদ্ভুত নাম গুলো বর্তমানে দেশজুড়ে আলোচনার শীর্ষে। আপনাদের আগে থেকেই একটি বিষয় জানিয়ে রাখা ভালো যে এই নামগুলো সাধারণত বেশি ব্যবহার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন একাউন্টে আমরা এই ধরনের অদ্ভুদ নাম বেশি দেখে থাকি। তবে বর্তমান সময়ে অনেক ছেলে মেয়ের ও এমন অদ্ভুদ নাম রাখতে দেখা যাচ্ছে।
প্রথমেই একটি নাম নিয়ে আপনাদের সাথে কথা বলা যাক, নামটি হল খাবি না তো মাখালি কেন। এই নামটির অর্থ বুঝতে নিশ্চয়ই আপনাদের কোন সমস্যা হবার কথা নয়। সাধারণত আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যে কাজগুলো করে আমরা আমাদের জীবনে কোনভাবেই লাভবান হতে পারি না। লাভবান হতে না পারলেও কাজগুলো কিন্তু আমরা করে ফেলি। যেমন ধরেন, খেতে ভালো লাগে না কিন্তু এরপরও অনেকে অনলাইনে দামী দামী খাবার অর্ডার দিয়ে বসে থাকে। এমন ধরনের আচরণের মানুষ গুলোকে পরিচয় করিয়ে দেবার জন্যই খাবিনা তো মাখালি কেন নামের উৎপত্তি। সাধারণত বন্ধুরা নিজেদের মধ্যে মজা করার জন্য এই নামগুলো ব্যবহার করে থাকে।
এই নামটি আপনাদের কাছে হাস্যকর ও অদ্ভুত মনে হলেও এই নামটি যিনি তৈরি করেছেন তিনি অনেক সৃষ্টিশীল একজন মানুষ বলেই এমন নাম খুঁজে বের করতে পেরেছেন। হাতুড়ে ডাক্তার কথাটা আপনারা বরাবরই শুনে এসেছেন। হাতুড়ে ডাক্তার কথাটা আমরা শুনে থাকলেও হাতুড়ে ইঞ্জিনিয়ার কিন্তু কখনো শুনিনি। হাতুড়ে ডাক্তার কাদের বলে আপনারা নিশ্চয়ই জানেন। যেসব ডাক্তারের একাডেমিক কোন জ্ঞান নেই কিন্তু তারা ডাক্তারি করে যাচ্ছে এই ধরনের ডাক্তারকে হাতড়ে ডাক্তার বলে থাকে।
হাতুড়ে ডাক্তারের সাথে মিল রেখে বর্তমানে একটি নাম বেশ জনপ্রিয় হয়েছে তা হলো হাতুড়ে ইঞ্জিনিয়ার। অনেকে বলে ইঞ্জিনিয়ার নাকি এখন রাস্তাঘাটে দেখা যায়। কথাটা বলার কারণ হলো দেশে এখন ইঞ্জিনিয়ারের সংখ্যা অনেক বেশি। ইঞ্জিনিয়ার এর সংখ্যা অনেক বেশি হলেও কাজের ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না অর্থাৎ দক্ষ ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া কঠিন। এ কারণেই কোন এক ব্যক্তি এই নামটি উদ্ভাবন করেছেন। হাতুড়ে ইঞ্জিনিয়ার নামটি শুনে একটু কম অবাক হলেও গভীরভাবে ভাবতে গেলে দেখা যায় এই নামটি বেশ অদ্ভুত।
সিঁড়ির নিচে বিড়ির দোকান, হাসি পাচ্ছে? অবশ্য এই নামটি শোনার পর খুব বেশি হাসি পাওয়ার কথা নয়। নামটি তেমন অদ্ভুত না হলেও এই নামের মধ্যে কিছু একটা আছে। সিঁড়ির নিচে কি বিড়ির দোকান হয়? হয়তো বা হয়। সিঁড়ির নিচে বিড়ির দোকান হোক বা না হোক নামটি কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে। তবে একটি কথা বলা যায় সিঁড়ির নিচে বিড়ির দোকান হলে খুব একটা মন্দ হতো না। খুব সহজেই ঘর থেকে বেরিয়ে বিড়ির দোকান পাওয়া মানুষদের সৌভাগ্যবান বলা যায়। তাই সিঁড়ির নিচে বিড়ির দোকান নামটির আবিষ্কারক কে ক্রেডিট না দিয়েই উপায় নেই।
মামা এখন ট্যালেন্ট বেয়াদব, কি অদ্ভুত এক নাম। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বেয়াদব আমি ট্যালেন্টে ও হয়। হ্যাঁ, হতেই তো পারে। ট্যালেন্ট চোর নিশ্চয়ই দেখেছেন। চোর হতে গেলে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হতে হয়। বুদ্ধিমান না হলে কি সকলের চোখ ফাঁকি দিয়ে দামি জিনিসগুলো হাতিয়ে নেওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। ঠিক একইভাবে বেয়াদবি করতে গেলেও বুদ্ধিমান হতে হবে। শুধু বেয়াদবী করলেই তো হবেনা, সবার চোখ আড়াল করে বেয়াদবি করতে হবে। যেসব মানুষ এমনভাবে বেয়াদবি করে যেন কারো চোখেই পরেনা সেই মানুষগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই নামের উদ্ভাবন। আপনার বন্ধুদের মধ্যে এমন কেউ কি আছে? যে ট্যালেন্টেড বেয়াদব। থাকলে কিন্তু তাকে এই নামটি ধরে রাখতে পারেন।
বাংলা সিনেমার ভিলেন ডিপজল কে আপনারা সকলে চেনেন। ডিপজলের বেশ কিছু ডায়লগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। ডিপজলের ডায়লগ গুলো ব্যবহার করে বেশ কিছু নাম তৈরি করা হয়েছে যেগুলো এখন মানুষের মুখে মুখে। এ নামগুলো যদিও প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ সাধারণত এই নাম গুলো প্রাপ্তবয়স্করা বেশি উচ্চারণ করে থাকে । ওই নামগুলো আমরা সকলের সামনে তুলে ধরতে পারছিনা। আশা করি নামগুলো জানার আগ্রহ থাকলে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে নিবেন। ফেসবুকে সার্চ করলেই খুব সহজে নামগুলো পাওয়া যায়।
বাংলা সিনেমার আর একজন জনপ্রিয় ভিলেন কাবিলা। হল চরিত্রে অভিনয় করার পাশাপাশি কাবিলা বেশ কিছু কমেডি চরিত্রে অভিনয় করেছেন। কাবিলের কথা বলছি কারণ বর্তমান সময়ে ভাইরাল হওয়া আরও একটি অদ্ভুত নাম হলো কাবিলা। কাবিলা নামটি নতুনভাবে উঠে এসেছে ব্যাচেলর পয়েন্ট নাটক প্রকাশিত হবার পর। ব্যাচেলর পয়েন্ট নাটকের অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র কাবিলা। কাবিলা এমন একটি চরিত্র যিনি নানান সময় নানান ধরনের অঘটন ঘটিয়ে থাকেন।
কাবিলার চরিত্রের সাথে মিল দেখতে পেলে বন্ধুরা নিজেদের সার্কেলের কোন একজনকে এই নাম দিয়ে থাকে। তাই অদ্ভুত নামের লিস্ট থেকে আপনি কাবিলা নামটি কে বাদ দিতে পারেন না। জনপ্রিয় হওয়া আরেকটি অদ্ভুত নাম হল আইনস্টাইনের দাদা। সাধারণত কোন বন্ধুকে যদি কেউ বিজ্ঞানের কোন তথ্য নিয়ে আলোচনা করতে দেখে অথবা বিজ্ঞানের কোন যুক্তি দিতে দেখে তবে তাকে আইনস্টাইনের দাদা বলে ডাকা হয়। এ ধরনের মানুষগুলোকে আইনস্টাইনের দাদা ছাড়াও আরো একটি নামে ডাকা হয় তাহলে নিউটনের নাতনি।
এছাড়াও বেশ কিছু জনপ্রিয় অদ্ভুত নাম রয়েছে যেগুলো আমরা এখন তুলে ধরবো। রিক্সার পাইলট, স্বর্গীয় বাদশা, ভয়ংকর কফিন, সাড়ে তিন হাত জমি, চৌধুরী সাহেবের জামাই, অভিমানী বালকের অতৃপ্ত আত্মা, আমি গরিব তুই কেন ধনী এগুলো বর্তমান সময়ে জনপ্রিয় কয়েকটি অদ্ভুত নাম। এই অদ্ভুত নাম গুলোর মধ্যে যেগুলো আপনার সবচেয়ে বেশি পছন্দ সেই নামগুলো নিজের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। এই নামগুলো অনেকেই খোঁজ করে থাকে কারণ এই নামগুলো পড়ার পর ভীষণ হাসি পায়। এই নামগুলো পড়লে এমনিতেই যে কোন মানুষের মন ভালো হয়ে যাবে। শুধুমাত্র মজা করার উদ্দেশ্যেই এই নামগুলো ব্যবহার করা হয়।
এই নামগুলোর সাথে যদি আপনাদের ব্যক্তি জীবনের কোন কিছুর মিল পান তবে বিষয়টি কাকতালীয়ভাবে নেবেন। এছাড়াও বাংলাদেশের কিছু বিখ্যাত মানুষের নামের সাথে অন্য কোন নাম জুড়ে দিয়ে কিছু হাস্যকর নাম তৈরি করা হয়েছে যেগুলো আমরা তুলে ধরতে পারছি না। যেহেতু কোন মানুষের নাম নিয়ে মজা করা উচিত নয় তাই এ বিষয়টি থেকে আমরা বিরত থাকছি। আপনারাও চেষ্টা করবেন কোন মানুষের নাম নিয়ে মজা না করতে। তবে যে নামগুলো কাউকে আঘাত করবে না সে নামগুলো আপনারা পড়তে পারেন এবং অন্যকে পড়ানোর জন্য শেয়ার করতে পারেন। আমার বিশ্বাস এসব অদ্ভুত নাম গুলো পড়লে আপনাদের বন্ধুদেরও মন ভালো হয়ে যাবে। এমন আরো অনেক অদ্ভুত নাম পড়তে চোখ রাখুন প্রতিটি পোস্টে।