ছোট/ ছোটো মেয়েদের নাম

ছোট/ ছোটো মেয়েদের নাম

আপনি যদি আপনার কন্যা সন্তানের জন্য ছোট একটি নাম রাখতে চান এবং সুন্দর যদি একটি ছোট নামের সন্ধান করে থাকেন তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে এসে পেয়ে যাবেন ছোট ছোট সুন্দর আধুনিক মেয়েদের নাম। মুসলিম ধর্ম এবং হিন্দু ধর্ম দুই ধর্মেই মেয়েদের জন্য ছোট সুন্দর ধর্মীয় নাম রাখা যায়। বর্তমানে ছোটনাম বেশি জনপ্রিয়তা অর্জন করে। অনেক সময় বড় নাম রাখলে, বড় না সবসময় উচ্চারণ করা
কঠিন হয়ে পড়ে। আমরা অনেকেই খেয়াল করে দেখি অনেক বাচ্চারা যাদের নাম বড় হয় তারা একে অন্যকে উপহাস করে। বড় এবং কঠিন আরবি নাম হলে নাম নিয়ে ব্যঙ্গ করে। সঠিক উচ্চারণ না করে তারা সেই নামের মজা করে। তাই অধিকাংশ শিশুরই একটি ভালো বড় নামের পাশাপাশি একটি ছোট ডাকনাম থাকে।

ছোট ছোট ডাকনাম শুনতে খুব মিষ্টি লাগে। সকলেরই একটি ধর্মীয় সুন্দর অর্থবহ বড় নাম থাকে। সাথে সুন্দর একটি ছোট্ট নিক নেম থাকে। আসল নাম যায় হয়ে থাকুক না কেন, একজন মেয়েকে ডাক নামে সবাই চেনে।
আশেপাশের লোকজন এবং পাড়া-প্রতিবেশীরা আমাদের ডাকনামে ই চিনে থাকে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কোন মেয়ে বা ছেলে যেটা আসল নাম হয় অর্থাৎ যে নাম সার্টিফিকেটের উল্লেখ থাকে সেই নাম অনুসারে অনেকেই তাকে চেনে না। সবাই তাকে ডাকনামি চেনে। তাই সুন্দর একটি নামের পাশাপাশি সুন্দর একটি ডাক নাম নির্বাচন করাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডাকনাম অবশ্যই সুন্দর হতে হবে। ডাক নাম অনেক সময় যেকোনো কিছু হয়ে থাকে। ডাক নাম নিয়ে অনেক সময় সবার উপহাস করে। তাই আসল নামের পাশাপাশি ছোট একটি ডাক নাম নির্বাচনের জন্য সমান গুরুত্ব দিতে হবে।

উদাহরণস্বরূপ মুসলিম ধর্মের কোন মেয়ের নাম যদি মেহেবুবা হয়ে থাকে তাহলে তার ডাকনাম ছোট একটি রাখতে হয়।
সুন্দর একটি ধর্মীয় আসল নামের পাশাপাশি ধর্মীয় ডাকনাম রাখা যায়। যেমন ধরুন ইসলাম ধর্মীয় একটি মেয়ের নাম,,,
মেহেবুবা আক্তার (মিম)। এখানে মিম এবং মেহবুবা দুইটাই ইসলাম ধর্মীয় আরবি নাম। দুই নাম দ্বারাই ইসলাম ধর্মকে প্রকাশ করে। সুন্দর দুইটি নাম এদের মধ্যে মেহেবুবা নামটি সন্তানের প্রথম নাম। যেটা কাগজ-কলমে উল্লেখ করা হয়ে থাকে। কিন্তু মেহবুবা নাম একটু বড় হওয়ায় দৈনন্দিন জীবনে সচরাচর এই নামে ডাকা সকালে পছন্দ করে না। তাই মেহেবুবা নামের সঙ্গে মিল রেখে ছোট্ট সুন্দর একটি ডাক নাম হল মিম। নাম কি খুব জনপ্রিয় সুন্দর একটি ইসলাম ধর্মীয় নাম।

অপরদিকে হিন্দু ধর্মীয় একটি মেয়ের নাম যদি অনামিকা হয়ে থাকে তাহলে এই নামের পাশাপাশি ছোট একটি ডাক নাম রাখতে হবে। কেননা অনামিকা নামটি চার অক্ষরের একটি বড় নাম। তাই আশেপাশের লোকজন চার অক্ষরের বড় নাম উচ্চারণে স্বাচ্ছন্দ্যবোধ করে না। ডাকনাম বড় হলে সেটা সঠিক থাকে না। অনেকে উচ্চারণগত ভাবে নামটি নষ্ট করে দেয়। সুন্দর একটি বড় নামের পাশাপাশি অবশ্যই একটি ছোট ডাকনাম ও বেছে নিতে হবে। যেমন হিন্দু মেয়ে অনামিকা এর নামের সঙ্গে মিল রেখে ছোট ছোট ডাক নামের মধ্যে অনু নামটি বেছে নেওয়া যায়।
যেমন উদাহরণস্বরুপ মেয়েটির নাম এরকম হতে পারে,,
অনামিকা রানী (অনু)। এখানে অন্য একটি সুন্দর ছোট্ট ডাকনাম। এজন্য নবজাতকের নাম নির্বাচনের সময় নির্বাচিত নামের সঙ্গে মিল রেখে সুন্দর একটি ছোট নাম ও বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমানে আধুনিকতার ভিড়ে বাঙালি প্রায় নিজেদের সংস্কৃতি হারাতে বসেছে। সব ক্ষেত্রেই আধুনিকতার স্পর্শ এসে লেগেছে বাঙালির মনে। নামের ক্ষেত্রেও এখন সবাই আধুনিক নাম পছন্দ করেন। আধুনিক নাম বলতেই ছোট ছোট শর্টকাট নাম দিয়ে বোঝানো হয়। অনেক সুন্দর সুন্দর ধর্মীয় অর্থবহ নাম রয়েছে যেগুলো খুব ছোট ছোট নাম। সুন্দর সুন্দর ছোট নামগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেখানে ছোট ছোট নামগুলো বেশ প্রচলিত। চলচ্চিত্র এবং বিনোদন জগতে ভারত সবচেয়ে এগিয়ে। তাই ওই নাম নির্বাচনের ক্ষেত্রে ও আমরা ভারতকে অনুসরণ করি। ভারতবর্ষ বৃহৎ একটি দেশ। এই দেশটাতে তাকালে হাজার হাজার সুন্দর নাম লক্ষ্য করা যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *