মেয়েদের আধুনিক নাম মুসলিম

মেয়েদের আধুনিক নাম মুসলিম

আমরা সকলেই চাই আমাদের নবজাতক কন্যা সন্তানের একটি আধুনিক নাম রাখতে। কারণ বর্তমানে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হয়। আধুনিকতাকে অবহেলা করে সংস্কৃতির গোরামী কে আঁকড়ে ধরে থাকলে হবে না। আধুনিক জীবনযাপনকে আপন করে নিতে হবে। এবং জীবনের প্রতিটি ধাপে আধুনিকতার পরিচয় দিতে হবে।

আপনি কি আধুনিক মুসলিম মেয়েদের নামের সন্ধান করছেন?
আপনার নবজাতক কন্যা সন্তানের জন্য একটি আধুনিক নাম নির্বাচন করতে চান?
হ্যাঁ অবশ্যই আপনার নবজাতক কন্যা সন্তানের জন্য ধরবেন আমার পাশাপাশি একটি আধুনিক নাম নির্বাচন করুন। জন্ম কাল থেকেই আপনার কন্যাকে আধুনিকভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। নিজের কন্যা সন্তানকে সুশিক্ষিত ভাবে গড়ে তুলুন। তাকে সাহায্য করুন জীবনে সাফল্য অর্জন করতে।

নিজের কন্যাকে সমস্ত কাজে উৎসাহ করুন তাকে অনুভব করতে দিন যে পুত্রসন্তান এবং কন্যা সন্তানের মধ্যে কোন ভেদাভেদ হয় না। মানসিকভাবে সাপোর্ট করুন নিজের কন্যা সন্তানকে। তাহলে দেখবেন একদিন নারী ও পুরুষের ভেদাভেদ ঘুচে যাবে। বাংলাদেশ ও উন্নয়নশীল বিশ্বের মত নারীদের কর্মসংস্থান গড়ে তোলার সুযোগ দিবে। কারণ নারী ও পুরুষের শ্রম প্রচেষ্টায় পারে একটি দেশকে উন্নতির পথে অগ্রসর করতে।

চলুন আমাদের আধুনিক নতুন মা-বাবারা যারা নিজের সন্তানের জন্য একটু আধুনিক নাম পছন্দ করে থাকেন তাদের জন্য আধুনিক নামের তালিকা গুলো উল্লেখ করি। আমরা সকলেই চাই নিজ নিজ ধর্ম পালনের সাথে সাথে আধুনিক বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে। কারণ ধর্মের কুসংস্কার আবদ্ধ থাকলে জীবনে উন্নতি করা সম্ভব নয়। আধুনিক বিশ্বে আধুনিকতাই গড়ে উঠতে হবে আমাদের সকলকেই।

আধুনিক কন্যা সন্তানের নাম মুসলিম মেয়েদের জন্য। অর্থাৎ ইসলাম ধর্মের প্রযোজ্য নামের পাশাপাশি নামটি যেন আধুনিক হয় সেদিকে খেয়াল রেখে,, আপনাদের সুবিধার্থে আমরা আমাদের এই আর্টিকেলে আধুনিক মুসলমান মেয়েদের নাম উল্লেখ করব।
উদাহরণস্বরূপ নিচে লেখা হলো:-

তানিয়া *আনিকা * অনন্যা ,*আলিয়া, *সুরাইয়া,

শাকিলা *,আরোহী, *রুহি, *রুহানিকা, *নাতাশা
,
সৌজন্য ,*সুজাতা ,*সুপ্রিতি ,*প্রিয়াঙ্কা *জ্যোতি

পুষ্প *বেবী * বিউটি *খাদিজা *সোনিয়া *নাইস

কুইন * লামিয়া *আকলিমা *নাহার *মরিয়ম

নদী হওয়া *মোহনা *মদিহা মিলা*

মেহেজাবিন *মোনালিসা *লিজা *শিল্পা

* রুপা* রীপা

রোকসানা *সালমা *হামিদা *হালিমা

*মরিয়ম *মাইশা *আলফা *আরিফা *তন্নি

*জিনিয়া *জান্নাত *রোজিনা *রুবিনা *জেসমিন

*ইয়াসমিন *রুহানি *রাবিয়া *রাফিয়া *তমা *নূরানী

*শামীমা *তামিমা *তুবা *বর্ষা *আনিকা *বেহেস্তি

*শারমিন *মমতাজ *মোদিহা *মোহনা *মদিনা

*মনিরা *আকলিমা *কারিনা *কারিশমা ইত্যাদি।

অপরের নামগুলো বেশ জনপ্রিয় আধুনিক নাম। ইসলাম ধর্মীয় নামের পাশাপাশি আধুনিকভাবে গুলো বেশ জনপ্রিয়। আপনি আপনার কন্যা সন্তানের জন্য আধুনিক ইসলাম ধর্মের নামের সন্ধান করলে উপরের নাম গুলোর মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। আশা করি উপরের নাম গুলোর মধ্যে একটি নাম আপনার নিশ্চয় পছন্দ হবে। উপরে দেওয়া নামগুলো নিঃসন্দেহে আধুনিক নামের উদাহরণ। কারণ আমরা ওয়ার্ল্ড ওয়াইড সকল ধরনের তথ্য সংগ্রহ করে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তাই আপনি আপনার যেকোনো ধরনের প্রয়োজনীয় তথ্য নির্ভুল এবং তৎক্ষণাৎ পেতে পারেন আমাদের এই ওয়েবসাইটে।

বাঙালিরা ধর্মে ধর্মে ভেদাভেদ করে না। নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে শান্তিপূর্ণ জীবন যাপন করে। ধর্মীয় আচার-আচরণ এবং ধর্মীয় কালচার সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের চার ধর্মের মানুষ একত্রে মিলেমিশে বসবাস করে। কিন্তু একটু নাম দিয়ে পৃথক করা যায় যে ব্যক্তিটি কোন ধর্মের মানুষ। তাই সকল ধর্মের নামের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করা যায়। আধুনিক নাম মুসলিম নামের মধ্যে একটি পার্থক্য থেকে যায়।

আধুনিক বিশ্বের সঙ্গে তাহলে তাল মিলিয়ে আমাদের আধুনিক হতে হবে। আধুনিক নামই পারে একটি কন্যা সন্তানকে আধুনিকা হিসেবে গড়ে তুলতে। আমি এটা উপলব্ধি করা একটি বিষয় হলো যে একটি নাম একটি ব্যক্তিত্বকে অর্ধেকভাবে নিয়ন্ত্রণ করে। পৌরাণিক একটি ধর্মীয় নাম দ্বারা যে ব্যক্তি বেড়ে ওঠে তার ব্যক্তিত্ব নরম স্বভাবের সুশীল হয়ে থাকে। কিন্তু একটি আধুনিক নাম দিয়ে গড়ে ওঠা ব্যক্তিত্ব আধুনিক এবং চঞ্চল প্রকৃতির হয়ে থাকে।
বর্তমান বিশ্বে স্মার্ট এবং আধুনিক না হলে টিকে থাকা যাবে না। পুত্র এবং কন্যা সন্তান উভয়কেই আমাদের আধুনিকভাবে গড়ে তুলতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *