পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২৩
প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকার মানুষগুলো সব সময়ই দুশ্চিন্তার মধ্যে থাকে। তারা সব সময়ই যে কোন দুর্যোগ মোকাবেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। প্রাকৃতিক দুর্যোগ কখনই কোনরকম বার্তা দিয়ে আসেনা। আবহাওয়া অধিদপ্তরের খবরের মাধ্যমে আমরা জানতে পারি কোন এলাকায় কখন প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা সাধারণত বসে থাকি ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা ,খরা ইত্যাদি। এই দুর্যোগ গুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ও ভূমিকম্প। ঘূর্ণিঝড় ও ভূমিকম্পে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
সবচেয়ে বড় কথা ঘূর্ণিঝড় কখনোই আপনাকে জানিয়ে আসবে না। ঘূর্ণিঝড় আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা হয়তো বুঝতে পারবো না তা কত ভয়ংকর হতে চলেছে। আবার ঘূর্ণিঝড় কতটা জায়গা জুড়ে আঘাত হানবে এও প্রথম থেকে বোঝা যায় না। আমরা আজকে ঘূর্ণিঝড় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ঘূর্ণিঝড় মোকাবেলা করার উপায় গুলো জানিয়ে দেবো আপনাদের। এছাড়াও আগামী দিনে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় কোন কোন ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে তাও জানতে পারবেন আমাদের আজকের আর্টিকেল থেকে। পূর্ববর্তী সময়ে কোন কোন ঘূর্ণিঝড় আঘাত এনেছে এবং এগুলোর ভয়াবহতা কতটুকু ছিল তাও আপনাদের জেনে নেওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক পূর্বের ঘূর্ণিঝড় গুলো কতটা ভয়ঙ্কর ছিল।
প্রথমে একটু কথা বলা যাক কিভাবে সব সময় আবহাওয়া সংবাদ জেনে নিতে পারবেন। তথ্যপ্রযুক্তির যখন এতটা উন্নত ছিল না তখন উপকূলের মানুষ সাধারণত রেডিওর মাধ্যমে যে কোন সংবাদ জানার চেষ্টা করত। রেডিওতে কিছুক্ষণ পরপরই আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়। এখন যেহেতু তথ্যপ্রযুক্তি অনেক উন্নত হয়েছে তাই যে কোন খবর জেনে নেওয়ার অনেক মাধ্যম রয়েছে। আমাদের হাতে যে এন্ড্রয়েড ফোনটি রয়েছে তার মাধ্যমে আমরা খুব সহজেই আবহাওয়ার যে কোন খবর জেনে নিতে পারি। কোন এলাকায় কখন বৃষ্টি হবে, কোন এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে, আবহাওয়া কতটা রৌদ্রজ্জ্বল হবে, কোন স্থানের তাপমাত্রা কত এই সব ধরনের খবর আমাদের হাতের ফোনটি দিয়ে জানা যায়।
আপনার অনেকেই হয়তো জানেন না আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আরো কত তথ্য খুব সহজে জেনে নিতে পারেন। অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন কিভাবে হাতে ফোনটি দিয়ে আবহাওয়া সর্বশেষ খবর জানা যাবে। আমরা চেষ্টা করব আবহাওয়া সর্বশেষ খবর জানার পদ্ধতি নিয়ে লিখতে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখনকার সময়ের প্রতিটি মোবাইল ফোনে রেডিও রয়েছে। তাই রেডিওর মাধ্যমে যেকোনো খবর জেনে নেওয়া আপনার জন্য মোটেও কঠিন হবে না।
তবে যদি বলেন তাৎক্ষণিকভাবে যেকোনো সংবাদ আপনি জানতে চান তবে দরকার হবে আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন এবং ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে খুব সহজেই যে কোন স্থানের যেকোনো সময়ের আবহাওয়ার তথ্য জেনে নেওয়া খুবই সহজ। এছাড়াও আরো একটি উপায় হল আপনারা চাইলে সরাসরি আবহাওয়া অফিসে ফোন করতে পারবেন। আবহাওয়া অফিসে ফোন করার জন্য প্রয়োজন হবে আবহাওয়া অফিসের টেলিফোন নাম্বার। আবার আপনি যদি এই পদ্ধতি গুলোর কোনোটি ফলো করতে না চান তবে অন্য উপায় গুলো ভেবে দেখতে হবে।
এখন একটু আপনাদের সাথে আলোচনা করি কেন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে তা আগে থেকে জেনে রাখা দরকার। যারা সমুদ্রের আশেপাশে বসবাস করেন তারা এই ধরনের পরিস্থিতির সাথে মোটামুটি অভ্যস্ত বলা যায়। তাই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা থাকলে কি কি করতে হবে এগুলো নিশ্চয়ই আপনাদের জানিয়ে দিতে হবে না। আবার ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে কিনা তা কিভাবে জেনে নিতে হবে তাও আপনারা ভালো করেই জানেন। যারা এ বিষয়গুলো জানেন না তাদের জন্যই মূলত আমাদের এত লেখালেখি করা।
আপনি যদি আগে থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা জেনে নিতে পারেন তবে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবেন এবং আপনার পরিবারের সকলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করতে পারবেন। আপনার যে কোন সম্পদ সঠিকভাবে রক্ষা করতে পারবেন। গৃহ পালিত পশুদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে পারবেন। আমরা যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি তাদের কাছে গৃহপালিত প্রাণী গুলো অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই আছে শুধুমাত্র গরু ও ছাগল পালন করে তাদের সংসার চালায়। তাই খেয়াল রাখতে হবে ঘূর্ণিঝড়ে যেন আপনার পোষা প্রাণী অক্ষত থাকে।
ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বুঝতে পারলে বাড়ির আশে পাশে থাকা বড় গাছপালার ডাল কেটে ফেলতে হবে। বড় ডাল কেটে ফেলার কারণ ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে এগুলো আপনার বাড়ির ক্ষতি করতে পারে। আগে থেকে কিছু শুকনা খাবার রেখে দিতে হবে এমন একটি স্থানে যেখান থেকে খুব সহজেই বের করা সম্ভব। সব সময় দু একটি টর্চ লাইট কাছে রাখতে হবে যেন রাতের বেলায় ঘূর্ণিঝড় হলে খুব সহজেই বাড়ি থেকে বের হয়ে নিরাপদ দূরত্বে অথবা আশ্রয় কেন্দ্রে যাওয়া যায়। যদি ঝড়ো হাওয়া বইতে থাকে তবে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। ছোট বাচ্চা যদি থাকে তবে তাদের নিরাপদ দূরত্বে রাখতে হবে এবং সব সময় খেয়াল রাখতে হবে। এ কাজগুলো যদি আপনি আগে থেকে করে রাখতে পারেন তবে ঘূর্ণিঝড়ে খুব বেশি ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা থাকবে না। আর যারা এ কাজগুলো করবেন না তাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে।
বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের নাম আপনারা হয়তো খুব সহজে বলে যেতে পারবেন। নার্গিস, আইলা, বুলবুল, ফনি এ নাম গুলো আমাদের কাছে অনেক পরিচিত নাম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি আঘাত করে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের একদম দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। তাই বঙ্গোপসাগরের আশেপাশের এলাকাগুলো ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়ের প্রভাব দেশের উত্তরাঞ্চলেও পড়ে। তবে উত্তরাঞ্চলে খুব বেশি ক্ষয়ক্ষতি দেখা যায় না। আমাদের সাধারণ মানুষের উচিত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা। যেহেতু ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মানুষ নিজে সর্বস্ব হারাতে পারে তাই তারা যেন নতুনভাবে জীবন শুরু করতে পারে সে বিষয়টি আমাদের দেখতে হবে।
ঘূর্ণিঝড়ের সময় কখনোই বাইরে দৌড়াদৌড়ি করবেন না। যদি বাইরে দৌড়াদৌড়ি করেন তবে বড় বড় গাছপালা ডাল এসে আঘাত করতে পারে। সবচেয়ে ভালো হয় যদি ঘূর্ণিঝড়ের আগেই আশেপাশের কোন আশ্রয় কেন্দ্রে যেতে পারেন। আর যদি আশ্রয় কেন্দ্র না থাকে তবে কোন বিদ্যালয়ে আশ্রয় নিতে পারেন। একজন সচেতন নাগরিক হিসেবে আপনার উচিত হবে আশেপাশের সব মানুষকে ঘূর্ণিঝড় মোকাবিলার উপায় গুলো জানিয়ে দেওয়া এবং আশ্রয় কেন্দ্রে যাবার জন্য অনুরোধ করা। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবেলা করতে তাদেরকে সব রকম সহায়তা দিতে হবে।
আবহাওয়ার সংবাদ গুলো সব সময় চোখে রাখবেন। নতুন কোন প্রাকৃতিক দুর্যোগ আসার সম্ভাবনা থাকলে তার নিজের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন কে জানানোর চেষ্টা করবেন এবং সম্ভব হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দিবেন। ফেসবুক অথবা টুইটারের মাধ্যমে খুব সহজেই এখন হাজার হাজার মানুষের কাছে যে কোন বার্তা পৌঁছে দেওয়া যায়। এই সুযোগটি আমাদের গ্রহণ করতে হবে। আমাদের একটি বার্তা হাজার হাজার মানুষকে বাঁচিয়ে দিতে পারে। তথ্যপ্রযুক্তির এত উন্নতি হলেও বাংলাদেশে এখনো এমন জায়গা আছে যেখানকার মানুষ সঠিক সময়ে তথ্য পায় না।
সঠিক সময়ে সারা দেশে তথ্য পৌঁছে দেওয়ার জন্য আমাদের সব রকম উপায় কাজে লাগাতে হবে। আশা করি সবাই মিলে আমরা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারব। পরবর্তী ঘূর্ণিঝড় গুলোর নাম জানার জন্য আমাদের সাথেই থাকুন। যেকোনো আবহাওয়ার খবর আমরা আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা নিয়মিত চোখ রাখবেন আমাদের পোস্টগুলোতে আর শেয়ার করে দেবেন প্রিয়জনদের কাছে।